|
---|
মহঃ জামালউদ্দিন, নতুনগতি ডেস্ক:
পুলওয়ামা হত্যাকাণ্ডের পর, পাক সফর সেরে ভারতে আসছে সৌদি বাদশা মহম্মদ বিন সালমান। আজ নতুন দিল্লিতে সৌদি বাদশা মহম্মদ বিন সালমান ও ভারতীয় প্রধান মন্ত্রী যৌথ বিবৃতি দিয়েছেন।
সেই বিবৃতি তে তিনি সৌদি বাদশা জানান, চরমপন্থা ও সন্ত্রাসবাদ দুটিই দেশের পক্ষে উদ্বেগজনক। ভারতের সঙ্গে যতেস্ট সম্পক আছে সৌদির। এই জন্য সন্ত্রাসবাদ রক্ষার জন্য সহযোগিতা করবে সৌদি। দুই দেশর সুরক্ষাব্যবস্থা আরও উন্নত করবে, এই সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ হবে, বলে জানান সৌদি বাদশা মহম্মদ বিন সালমান।
সেই বিবৃতিতে ও ভারতীয় প্রাধান মন্ত্রী মোদি জানান, আরবের সঙ্গে বন্ধুত্বের সাথ অনেকদিনকার। তিনি আরও বলেন সন্ত্রাস সমর্থনকারী যে কোন দেশ বা রাষ্ট্র কে ছেড়ে কথা বলবে না ভারত, পাকিস্তান কে হুঁশিয়ারী দিয়েছেন।