|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: বসন্ত উৎসবে মেতে উঠলেন দক্ষিন ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার পৌরসভার যুব সভাপতি সৌমেন তরফদার।
দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার শহরে বিভিন্ন অনুষ্ঠানে সৌমেন তরফদার কে আজকে দেখা গেল।
সৌমেন তরফদার বাবু প্রত্যেককেই হোলির শুভেচ্ছাবার্তা জানান এবং প্রিয়জনদের সঙ্গে দেখা করেন I
বড়দের কে আবির রাঙিয়ে দিয়ে প্রণাম করেন এবং ছোটদের কে অনুরূপভাবে আবির রাঙিয়ে দিয়ে আশীর্বাদ করেন।
আজকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব হয়। সেই উৎসবের আনন্দ নিতে সৌমেন তরফদার বাবু ছুটেছে সকলের কাছে।সকলের সাথে সাক্ষাৎ করে আবির রাঙিয়ে সকলের মনে উৎসাহ জাগানোর জন্য।
সৌমেন তরফদার বাবুর এমন একটি জায়গা তৈরি হয়েছে, যে দক্ষিন ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার শহরে বিভিন্ন জায়গায় ওনার যেন একটা বিরাট প্রতিভা ছড়িয়ে রয়েছে।
আর সেই জন্যেই সকল দক্ষিন ২৪ পরগনা জেলা ডায়মন্ড হারবার শহরে প্রত্যেকটি অনুষ্ঠানে সৌমেন তরফদার কে আমন্ত্রণ করে। আর আমন্ত্রণ রক্ষা করার জন্য সেই দিকে ছুটে।