|
---|
দেবজিৎ মুখার্জি, হাওড়া: সম্প্রতি, তুমুল জনপ্রিয়তা এবং উন্মাদনা মাঝে শুরু হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবারের লিগের সমস্ত ম্যাচই মুম্বই এবং পুনেতে অনুষ্ঠিত হলেও সদ্য প্লে অফের দুটি ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন আর সেই দুই ম্যাচে ইডেনে ১০০% দর্শক নিয়ে ম্যাচ অনুষ্ঠিত করার অনুরোধ নিয়ে এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পৌঁছালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন নবান্নের ১৪ তলায় মমতা ব্যানার্জির সাথে দেখা করতে যান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ।
সম্প্রতি, ইডেন গার্ডেনে আইপিএল প্লে অফের দুটি ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে স্বভাবতই ক্রিকেট জ্বরে মেতে উঠেছে গোটা কলকাতাবাসী। আগামী ২৪ ও ২৫ শে মে আইপিএলের এই দুই ম্যাচে মাঠে প্রিয় দলের জন্য গলা ফাটাতে প্রস্তুত সকল ক্রিকেট ফ্যান। ফলে ম্যাচে টিকিটের যে প্রবল চাহিদা থাকবে, তা বলা বাহুল্য। তবে এর মাঝেই থেকে গিয়েছে করোনা কাঁটা।
কিছুদিন পূর্বেই রাজ্য সরকার ঘোষণা করে, বর্তমানে করোনা বিধি মেনে ইডেন গার্ডেনে মাত্র ৩০% দর্শক নিয়ে ম্যাচ অনুষ্ঠিত করা হবে। কিন্তু বর্তমানে করোনা সংক্রমণ অনেকাংশে কমার ফলে এদিন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ নবান্নে পৌঁছন এবং সম্পূর্ণ দর্শক নিয়েই ম্যাচ অনুষ্ঠিত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান। এছাড়াও ম্যাচের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে আসার আমন্ত্রণ জানান সৌরভ।
সূত্রের খবর, আইপিএল-এর পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর কাছে ইস্টবেঙ্গল প্রসঙ্গ তুলে ধরেন প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন। বর্তমানে ইস্টবেঙ্গল ক্লাবটি তাদের স্পন্সরশীপের জন্য বাংলাদেশের বসুন্ধরা সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। কিন্তু এ ক্ষেত্রে দু’দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ব্যাপারটি প্রধান চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে ক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাব চাইছে যাতে মুখ্যমন্ত্রী সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। আর ঠিক এই বিষয়টি নিয়েই এদিন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন সৌরভ।