|
---|
নিজস্ব প্রতিবেদক:- দক্ষিণ ২৪ পরগনা জেলা পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত একটি প্রশাসনিক জেলা। এই জেলার সদরে আলিপুর অবস্থিত। দক্ষিণ ২৪ পরগনার উত্তর দিকে কলকাতা (Kolkata) এবং উত্তর ২৪ পরগনা জেলা (North24Parganas),পূর্বদিকেবাংলাদেশ,পশ্চিমদিকে হুগলি নদী এং দক্ষিণদিকে বঙ্গোপসাগর অবস্থিত। এই জেলাটি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তর এবং জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম জেলা।এই জেলার একদিকে কলকাতা মহানগরীর একাংশ, অপরদিকে সুন্দরবন অঞ্চলের বনাঞ্চল।প্রসঙ্গত, একদিকে চলতি বছরে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বর্ষণের জেরে নদীর জল বিপদসীমার উপরে বইতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু অপরদিকে গত মাসগুলিতে একটানা বৃষ্টি শূণ্যতা দক্ষিণবঙ্গে দেখা যায়। দেরিতে প্রবেশ করে বর্ষা। বৃষ্টি কম বেশি হলেও তাও আর্দ্রতার জেরে স্বস্তি মিলছে না। তবে এদিন সুখবর দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার মূলত দক্ষিণ ২৪ পরগনা জেলাতে আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত গত কয়েকদিন ধরেই একটানা আকাশ মেঘলা রয়েছে। এদিন বিকেল সাড়ে ৫ টা এবং সন্ধ্যা ৮ টা ৩০ মিনিট এবং রাত সাড়ে ১১ টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আদ্রতা ৬৪ শতাংশ রয়েছে। এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়ার্স। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়ার্স। মূলত গত কয়েকদিনের আর্দ্রতা অস্বস্তি বাড়াচ্ছে।দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ডিগ্রি সেলসিয়াস।বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ডিগ্রি সেলসিয়াস। নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।