|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: দীর্ঘ ১৩ বছর পর আগামী ২৬ জানুয়ারি পাকিস্তানের মাটিতে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছ দক্ষিণ আফ্রিকা। দলে নতুন দুই মুখ ড্যারিন ডুপাভিলন ও ওটনিল বার্টম্যান। অবশ্য একটি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ডুপাভিলনের। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বিবৃতি অনুসারে, আগামী ১৫ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে দল। অনুশীলন ও নিজেদের মধ্যে ম্যাচের আগে করাচিতে নিজেদের কোয়ারেন্টাইন পর্ব সম্পন্ন করবে দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০০৭-০৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। যদিও ২০১৭ সালে ফাফ ডু-প্লেসিসের নেতৃত্বে পাকিস্তান সফর করেছিল বিশ্ব একাদশ। ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসীদের হামলার পর সেটি ছিল উল্লেখযোগ্য আন্তর্জাতিক ম্যাচ। খেলোয়াড় হিসেবে তিনবার পাকিস্তান সফর করেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার। এরমধ্যে দুইবার জিতলেও একটি সিরিজ হারে দক্ষিণ আফ্রিকা।