|
---|
নতুন গতি নিউজডেস্ক: মালদা জেলার ইংরেজবাজার থানা এলাকায় দক্ষিন কৃষ্ণপল্লি ঋষি অরবিন্দ ক্লাব এর উদ্যোগে দ্বিতীয় দফায় অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য ত্রান বিলি করলেন ক্লাবের সদস্যরা। তারা প্রথম দফায় প্রায় 200 পরিবারের মাঝে খাবার বিলি করেন তারপরে রবিবার তারা দ্বিতীয় দফার ত্রান ক্যাম্প করেন ক্লাবের অফিসের সামনে। এই ত্রাণ শিবিরে লকডাউন ও ভারত সরকারের নিয়ম-নীতি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শান্তিশৃঙ্খলার মধ্য দিয়ে এই মহান উদ্যোগ গরীবদের মাঝে ত্রান তুলে দেওয়া সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে ছিলেন মালদা জেলার সমাজসেবী ও শিশু প্রেমিক নেতা বিশ্বজিৎ মন্ডল তিনি জানান, লকডাউন এরপর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক খেটে খাওয়া দিনমজুর মানুষ কাজ অর্থহীন হয়ে দুইবেলা তাদের রুজি হচ্ছেনা। তাই আমরা স্বল্প প্রচেষ্টার মাধ্যমে ওই সব মানুষদের জন্য কিছু খাবার সামগ্রী তুলে দিচ্ছি যেন তাদের দুই বেলা খাওয়া হয়। আগামীতে আমরা আরো বিভিন্নভাবে ত্রাণ শিবির আয়োজন করব দুস্থ অসহায়দের পাশে সর্বদা আছি এবং থাকব। আজ ও আমরা প্রায় 200 পরিবারকে ক্লাবের পক্ষ থেকে খাদ্যদ্রব্য তুলে দিলাম।