আলিপুরদুয়ারের যুবক সৌভিক বসুর লেখা সৌরকনা নিয়ে লেখা থিসিস বিশ্ব সেরার সম্মান পেয়েছে

আলিপুরদুয়ার: প্রতি বছর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় পৃথিবীর বিভিন্ন প্রান্তের থেকে গবেষকরা তাদের লেখা পাঠান। এই বছর সৌভিক সৌর কনা নিয়ে লেখা তার থিসিস প্রতিযোগিতায় পাঠায়। তার লেখা থিসিস বিশ্ব সেরার শিরোপা পেয়েছে।

    এই সুখবর সম্প্রতি র যুবকের বাড়ি আলিপুরদুয়ারের নিউ টাউন এলাকায় এসে পৌঁছায়। তবে সৌভিক এখন ক্যালিফোর্নিয়ায় কর্মরত রয়েছেন। এই খবর শোনার পর সৌভিকের বাবা-মা এবং সদ্য বিবাহিত স্ত্রী দারুণ খুশি হয়েছে। তাদের বাড়ির আশেপাশের প্রতিবেশীরাও এই সু খবর শোনার পর দারুণ আনন্দিত হয়েছেন। সৌরভের বাবা এই বিষয়ে জানিয়েছেন ছেলের কারণে তাঁর গর্বে বুক ফুলে উঠেছে। তাদের ছেলে আলিপুরদুয়ারের নাম উজ্জ্বল করেছে গোটা দুনিয়ার কাছে।

    ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এর ছাদের তলায় রয়েছে একশ কুড়িটি দেশের গবেষকরা। স্বাভাবিকভাবে এই কৃতিত্ব অসামান্য।