গাল টিপলে দুধ বেরোয় : ডায়মন্ড হারবারের সভা থেকে অভিষেক ব‍্যানার্জিকে বেনজির আক্রমণ শোভোন চ‍্যাটার্জীর

আজ ডায়মন্ড হারবারের সভা থেকে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় কে বেনজির আক্রমণ করেন শোভন বৈশাখী জুটি। ডায়মন্ড হারবারের আবর্তন ক্লাব মাঠে নির্ধারিত সময়ের পরে এসে ডায়মন্ড হারবারর সাংসদকে বেনজির আক্রমণ করেন তিনি। সভা থেকে শোভন চ‍্যাটার্জী বলেন ডায়মন্ড হারবারের অভ‍্যন্তরে একটির পর একটি গলি পেরিয়ে বড়ো মাঠে উপস্থিত হলাম। সকাল বেরিয়ে পরেছিলাম। আসার সময় মানুষজন অনেকেই তাদের ফলানো লাউ সহ সোনার ফসল আমার হাতে তুলে দিয়েছিলাম। সেটা আমার মনে হয়েছিল এই জেলায় আগামী দিনে এরকমভাবেই ডায়মন্ড হারবার লোকসভা ও বিধানসভা ব‍্যালটের ফসল ভোটের হিসাবে তুলে দেবেন। আমি ২০১৪ লোকসভায় একটি যুবককে হাতে ধরে নিয়ে এসে উপস্থিত হয়েছিলাম।
আজকে যে অত‍্যাচার ডায়মন্ডহারবার থেকে শুরু হয়েছিল তা গোটা রাজ‍্যে ছড়িয়ে পড়েছিল। আজকে বিরোধীদের মিছিল করতে দেওয়া হয়না। জেপি নাড্ডার কনভয়ের উপর হামলার ঘটনায় আমরা বুঝতে পারি ভয় পেয়েছে তৃণমূল। তৃণমূলের লেঠেল বাহিনী যে সন্ত্রাস করেছে ডায়মন্ড হারবার জুড়ে মানুষ তার রায় দিয়ে দেবে। আপনার বিরুদ্ধে যারা প্রার্থী ছিলেন লোকসভায়, তাদের কোথাও মিছিল করতে, সভা করতে দেওয়া হয়নি। আপনি পঞ্চায়েত নির্বাচনে নমিনেশান ছিড়ে দিয়েছিলেন। যেনে রাখুন তাদের নীরব রায় বিধানসভায় ফলবে।
আপনি গণতন্ত্র রক্ষা করতে পারেননি, যায়গা চাওয়ার পরও তিনমাথার মোড় আমাদের দেননি। আগামী দিন আমাকে চ‍্যালেঞ্জ দেওয়ার আগুন , এসপি আপনি জেনে রাখুন তিনমাস পর আপনার অফিসের সামনে সভা করব। আপনার পুলিশের হাতে বন্দুক রয়েছে, গাজা কেসের ভয় দেখিয়ে অননেককে গ্রেফতার করেছেন। ডায়মন্ড হারবার একটা শহর তিনি নাকি বিভিন্ন জিনিস ব‍্যবসা করেন। সারদা চিটফান্ডের টাকা সুদীপ্ত সেনের থেকে যদি কেউ সুবিধা নিয়ে থাকে , তাকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে বলেছিলেন। সারদার টাকায় আ্যম্বুলেন্স ও ১০০ টা মটোর সাইকেল উদ্বোধন করেছিলেন। সেই আ্যম্বুলেন্স ও মটোরসাইকেল কোথায় গিয়েছিলেন। আমি মমতা বন্দ্যোপাধ্যয়কে দেখেছি কলেজের গেটে গিয়ে ভোট করতে। আমি ছিলাম তার সঙ্গী। আজকে আমার বলতে লজ্জা করে। গরু চুরির মামলায়, কয়লা চুরির মামলায় যাকে সিবিআই খুজছে তার কাছ থেকে আমার সার্টিফিকেট নিতে হবেনা। আপনার বাড়িতে ভাইপো থাকতে পারে, আপনারা দেখেছেন গাড়িতে পিছনে লেখ থাকে বন্ধুত্ব বাড়িতে, গাড়িতে নয়। আমি ইস্তফা দিয়ে বলেছিলাম আমি আর তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করব না। বর্তমান পাড়ায় পাড়ায় চায়ের দোকানে থাকতে পারে। যারা প্রতিবাদ করেছে তাদের সবাইকে ঘাড়ধাক্কা দিয়েছেন। আগে আপনি বলতেন মা মাটি মানুষের সরকার। এখন নন্দিগ্রাম থেকে বলছেন যা যা চলে যা?
আজকে তৃণমূল কংগ্রেস আপনার কথা শুনে চলেনা। এখন ড্রাইভার ভাইপো।
দল চালাচ্ছে ভাইপো, ৩৪ বছর সিপিএম পারেনি তুমি তো বাচ্চা ছেলে গাল টিপলে দুধ বেরোয়। তুমিও পারবেনা। আগে আপনি বলতেন বাধন যতই শক্ত হবে বাধন ততই টুটবে। আমাকে মুখ খোলাবেননা, আমি গণতন্ত্রে বিশ্বাস করি না। আজকে আপনার কাছে আম্ফানের টাকার হিসাব, সরকারি হিসাব চাইলে, আপনি তাকে ফিরিয়ে দেবেন। এটা চলবে না। আজকে ডায়মন্ড হারবারের মোড়ে তোমরা আমার জায়গা দেবেনা, তোমায় বলে রাখি তোমরা আমাকে যেখানেই পাঠাও সেখানেই লড়াই করব। আমরা হয়ত আপনাদের অত‍্যাচারে মরে যেতে পারি, তবে জেনে রাখুন আগামী দিনে বিজেপি আসছে। বাংলায় মুক্তির পতকা উঠবেই উঠবে।
বৈশাখী বন্দোপাধ্যায় বলেন ভাইপোকে নিয়ে আমরা ব‍্যস্ত, কিন্তু পিসিকে নিয়ে বলছিনা কেন। আমাদের শুভেন্দুকে মঞ্চ থেকে তুই তোকারি করে আক্রমণ করেন তিনি। এত স্পর্ধা আসছে কোথা থেকে। কারণ পিসি তো মঞ্চ থেকে তুই তোকারি করেন। যুব নেতাকে তোতলা আক্রমণ করেন তিনি। এছাড়াও বলেন পিকের টিমের লেখা মুখস্ত করে মঞ্চ থেকে বলেছিলেন। এজন‍্য ১৮ সিট লোকসভায় রসোগোল্লা পেয়েছেন।ডায়মন্ড হারবারে ভোট দিতে দেননি, ভোট দিতে দিলে ফলাফল বোঝা যাবে, ভোট দিতে পারলে তোমাকে থাপ্পড় মেরে বের করে দেবে বাংলার জনতা। যে দিন মানুষ ভোট দিতে পারবে, সেদিন বিদেশে তুমি কোথায় পালাবে ঠিক করে রাখো। আপনার ভাইপো আবার বলছিলো নবান্নে ফের হাওয়াই চটি, পাড়ায় পাড়ায় আওয়াজ তোলো, হাওয়াই চটি বদলে ফেলুন। ভুলতে পারি নিজের নাম , ভুলবো না জয় শ্রীরাম।