|
---|
নিজস্ব সংবাদদাতা : বড় ব্যবধানে জয় পেল স্পেন,কোস্টারিকাকে ৭_০ গোলে হারিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করলো স্পেন। প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্প্যানিশরা। প্রথম হাফে তারা ৩ -০ গোলে এগিয়ে যায় । দ্বিতীয় হাফ শুরু হওয়ার পরে আরো জোরালো আক্রমণ শুরু করে স্প্যানিশ ফুটবলাররা, আক্রমণের ঝাঁঝালো গতির কাছে পরাস্ত হয় কোস্টারিকা ডিফেন্স। এক সময় বড় দিশেহারা দেখাচ্ছিল কোস্টারিকার ডিফেন্সকে। দ্বিতীয় হাফ এ আরও চারটি গোল করে ,৭-০ ব্যাবধানে ম্যাচ জিতে নেয়।