|
---|
লুতুব আলি, নতুন গতি : সবুজ কলম পত্রিকার উদ্যোগে কলকাতায় নজরুল জন্মবার্ষিকী। সবুজ কলম পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হলো বিদ্রোহী কবি কাজী ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকীর বর্ণময় অনুষ্ঠান। ২৯ মে এই অনুষ্ঠানটি হয় শিয়ালদহ কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কলম পত্রিকার সম্পাদক চন্দ্রনাথ বসু। আন্তর্জাতিক মানের এই অনুষ্ঠানে এপার বাংলা ওপার বাংলার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই বর্ণময়ী অনুষ্ঠানের নান্দনিক সূচনা পর্বে গাছের গোড়ায় জল দিয়ে সূচনা করেন অগ্নিবীনার সম্পাদক উদ্বোধক রবিন মুখোপাধ্যায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সত্য কাম বাগচী, শেখ মনির উদ্দিন, বিমান ঘোষ, অলকানন্দা গোস্বামী, রঞ্জনা কর্মকার, দেবাশীষ বসু, সুমনা সেনগুপ্ত, বরুণ চক্রবর্তী, আব্দুল কাইয়ুম। বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, খাইরুল আলম ও শেখ এ সাঈদ ফার্সি, সংস্থার চেয়ারম্যান শিব শংকর বক্সী, সহজ চেয়ারম্যান সুস্মিতা চট্টোপাধ্যায় ও সহ সভাপতি আকাশ পাইন। অনুষ্ঠানে দুই বাংলার বিশিষ্টজনেরা কাজী নজরুল ইসলামের বর্ণময় দিকগুলি নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানের সারা ভারতের ১৩ জন গুণীজনদের বিদ্রোহী কবি রৌপ্য কলম সম্মাননা দিল সবুজ কলম পত্রিকা। বাংলাদেশের বিশিষ্টজনদেরও বিশেষভাবে সম্মানিত করা হয়। দুই বাংলার জনপ্রিয় কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে সুদেষ্ণা বি চৌধুরী, সুমিতা পয়রা, মণি কর্নিকা ভারতি, স্বপন নন্দী, পত্রলেখা ঘোষ, বিপুল কুমার ঘোষ, অমর কুমার দাস, বর্ণালী গাঙ্গুলী, জয়দীপ রায় চৌধুরী, সিরাজুল ইসলাম ঢালী, বিজন চন্দ্র, অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় দেবস্মিতা নাথদের বিদ্রোহী কবি রৌপ কলম সম্মান দেয়া হয়। চন্দ্রনাথ বসু বলেন, কাজী নজরুল ইসলামকে নিয়ে আন্তর্জাতিক মানের অনুষ্ঠান কলকাতায় করতে পেয়ে গর্ব অনুভব করছি। এই অনুষ্ঠান করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই অনুষ্ঠান করার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন পৌলভি মিশ্র, তরুণ পাত্র , সায়ন বেরা, গোলাম মোস্তফা, সৌভিক হাইত, অমল কুমার দাশ।