বীরভূমের রাজনগর থানার ওসির বিশেষ তৎপরতা: তিন বছর পর ফিরে পেলেন নিখোঁজ যুবককে স্ত্রী ও আত্মীয়রা

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম। বেশ কয়েক বছর নিখোঁজ ছিলেন মানসিক ভারসাম্যহীন যুবক নাজিম উদ্দিন মুন্সী৷ বছর ২৭ এর এই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগণা জেলার দত্তপুকুর থানার পানশিলা গ্রামে৷ বিভিন্ন স্থানে ভবঘুরে রুপে ঘুরতে ঘুরতে কয়েকদিন আগে রাজনগর এলাকায় এসে পৌঁছন৷ খোদাইবাগ গ্রামের সেখ কাবুল সহ ক্লাবের ছেলেরা ও স্থানীয় মানুষজন তাঁর থাকার খাওয়ার ব্যবস্থা করেন৷ তাঁর সম্পর্কে ফেসবুকে পোস্ট করা হয় ছবি সহ৷ এই প্রতিবেদকের পক্ষ থেকেও প্রচেষ্টা চালানো হয়৷ বিষয়টি নজরে আসে রাজনগর থানার ওসি তথা উদ্যোগী সমাজসেবী মানুষ সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন৷ যুবককে রাজনগর থানায় আনার ব্যবস্থা করা হয়৷ পরে ওসির বিশেষ তৎপরতায় উত্তর চব্বিশ পরগণার সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে বাড়ির লোককে খবর দেওয়া হয়৷ আজ রবিবার তাঁরা গাড়ি করে রাজনগর থানায় এসে যুবকটিকে নিয়ে যান তাঁদের বাড়ি৷

    তাকে প্রায় তিন বছর পর খুঁজে পেয়ে স্বভাতই খুশি তাঁরা৷ আজ রবিবার সকালে রাজনগরে এসে পৌঁছন ওই যুবকের স্ত্রী সরবানু বিবি, দাদা কুতুব উদ্দিন মুন্সী, পাড়ার সম্পর্কে কাকী রোহিনা বিবি সহ আত্মীয়রা৷ প্রশাসনিক নিয়ম মেনে থানার পক্ষ থেকে যুবককে বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়া হয়৷ তাঁর স্ত্রী সরবানু, রোহিনা বিবি, কাকা আসরফ আলি মন্ডল, দাদা কুতুব উদ্দিন প্রত্যেকেই রাজনগর থানার ওসি সহ সকলকে এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান৷ এই প্রতিবেদককে ও ক্লাব সদস্য তথা কয়েকজন সমাজকর্মীদেরও একইভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁরা৷ রাজনগর থানার পক্ষ থেকে পুলিশ অফিসাররা জানান, ওই যুবককে তাঁর বাড়ির সদস্যদের হাতে তুলে দিতে পারায় আমাদেরও খুব ভাল লাগছে৷ রাজনগর থানার এমন ভূমিকায় খুশি বাসিন্দারা।