বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ১০০ তম জন্ম জয়ন্তী পালন করতে বিশেষ বিএসএফ-এর সাইকেল রেলি

নতুন গতি ওয়েব ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্ম জয়ন্তী পালন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী। সীমান্ত এলাকায় বিএসএফ এবং বিজিবি যৌথ উদ্যোগে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে। দক্ষিণবঙ্গ থেকে ১৩ জনের একটি সাইকেল রেলি শুরু হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের জন্মজয়ন্তী পালন করার লক্ষ্যে ভারত বাংলাদেশ মৈত্রী বার্তা নিয়ে এই সাইকেল রেলি শুরু হয়েছে।

    গত ২৬শে জানুয়ারি এই সাইকেল রেলি জলপাইগুড়ি সেক্টরে প্রবেশ করে। সেখান থেকে সেদিন দুপুরে ভারত-বাংলাদেশ সীমান্তের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা এলাকায় প্রবেশ করে এই রেলি। গত ২৯ জানুয়ারি এই রেলি প্রবেশ করে চৌধুরীহাটে। সেখানে ১৯২ নং জওয়ানদের তরফে এই ১৩ জন সীমান্তরক্ষী বাহিনী যারা সাইকেল চালিয়ে আসছেন তাদের শুভেচ্ছা এবং সম্মাননা প্রদান করা হয়। একই সাথে সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানও রাখা হয়। এরপর গতকাল এই রেলি প্রবেশ করে তুফাঙ্গঞ্জের বালাভুত এলাকায়। সেখানেও এই ১৩ জন সীমান্তরক্ষী বাহিনী যারা সাইকেল চালিয়ে আসছেন তাদের শুভেচ্ছা এবং সম্মাননা প্রদান করা হয়।