|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলি : দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি BDO অফিস সংলগ্ন পেক্ষাগৃহে আজ মানব পাচার বিরোধী এবং আইনী সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। যেখানে উপস্থিত ছিলেন এর্ডভকেট অমিত কুমার মিদ্যা, রাম প্রসাদ সরদার, সুমিত্রা কর্মকার, বিশিষ্ট সংগঠক সরবিন্দ উদ্দীপন,সুপর্ণা কন্ঠ ভারতী নস্কর,শক্তিপদ মণ্ডল সহ একাধিক ব্যক্তি বর্গ সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনে ছিলেন প্রবীর মিশ্র। গাঙ্গেয় সুন্দরবন এলাকার ব্লক গুলিতে কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে পাচার হচ্ছে বিশেষ করে গরিব পরিবারের কণ্যা সন্তান দের, এদের কে দিয়ে অপরাধ মূলক কাজে নিযুক্ত করা হচ্ছে । আগামী দিন গুলিতে এই রকমের অপরাধ যাহাতে সংঘটিত না ঘটে তার জন্য শতাধিক কিশোর -কিশোরী সহ এলাকার মহিলাদের নিয়ে বিশেষ এক জরুরী সভা অনুষ্ঠিত হলো।