|
---|
- মালদা জেলা হকার্স ইউনিয়ন ও বামনগোলা ব্লক প্রগতি শিল হকার ইউনিয়নের পক্ষ থেকে একটি বিশেষ আলোচনা সভা হয়ে গেল বামনগোলার পাকুয়াহাট বাজার এলাকায়।এই সভায় ঐ এলাকার সকল শ্রমিক, হকারদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পাকুয়াহাটে। পশ্চিমবঙ্গ সরকার শ্রমিকদের জন্য যে সব প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা এই যোজনাকে সামনে রেখেই মূলত আজকের এই আলোচনা সভা করা হয়। শ্রমিক তরদি সরকার শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে এসেছে,সেই সব বিষয় নিয়ে আজকের আলোচনা করা হয়। মূলত যে সব শ্রমিকরা বিভিন্ন জায়গায় কাজ করে তাদেরকে এই আওতায় আর জন্য বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সকল হকার শ্রমিকদের এই যোজনায় দেওয়া জন্য এই আলোচনা সভা করা হয় পাকুয়াহাটে। এবং হকার ইউনিয়নের ইন্ডিয়ান কার্ড অ্যাপ্লিকেশন জমা নেওয়া হয় এদিন এই সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা হকার ইউনিয়নের সভাপতি বিষ্ণু ঘোষ, মালদা ইউনিয়নের চেয়ারম্যান ক্ষুদিরাম মিস্ত্রি ও বামনগোলার হকার ইউনিয়নের সভাপতি সত্যনারায়ন ভগৎ সহ অন্যান্যরা।।