|
---|
নতুন গতি, বারাসাত: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জুলাই মাসের ১৪-২০ তারিখ পর্যন্ত অরণ্য সপ্তাহ উদযাপন করা হবে পুরো রাজ্য জুড়ে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উঃ চব্বিশ পরগনা জেলায় অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে পূর্ব প্রস্তুতি হিসাবে বিশেষ আলোচনা সম্পন্ন হয় জেলা পরিষদ, বন দপ্তর ও বারাসাত পৌরসভার মধ্যে।
আলোচনায় ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি বিনা মণ্ডল, বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেব, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার নিরঞ্জিতা দত্ত, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। অন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ একে এম ফারহাদ, বারাসাত পৌরসভার চেয়ারম্যান শ্রী সুনীল মুখার্জি, ভাইস চেয়ারম্যান শ্রী অশনি মুখার্জি, সহ অন্যান্যরা।