|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলি : প্রায় দুই বছরের কাছাকাছি স্কুল কলেজ বন্ধ। এরই মধ্যে দুইটি প্রাকৃতিক দুর্যোগে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দফারফা। আজ কুলতলির কাঁটামারী চুড়ামনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশ দ্বারের গেট নির্মাণের ভিত্তি প্রস্তর উনমোচোনে এসে এমনি জানালেন আধিকারিকরা।
উক্ত অনুষ্ঠানে কুলতলি ব্লক উন্নয়ন আকরিক বীরেন্দ্র নাথ অধিকারী, কুলতলি আই সি অর্ধেন্দু দে সরকার, কুলতলি বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল, শিক্ষা দফতর-এস আই মোজাম্লেল হক প্রধান শিক্ষক সুব্রত ঘোষ বিশিষ্ট সমাজসেবী সিরাজ খাঁন সহ বিশিষ্ট সমাজসেবীগন। দীর্ঘদিন পর একই মঞ্চে সকল প্রশাসনিক আধিকারিক দের দেখা মিলল।