ভ্যালেন্টাইন্সডের দিন উপগ্রহে বিশেষ অভিজান

ভ্যালেন্টাইন্সডের দিন উপগ্রহ উৎক্ষেপণ করার কথা জানালো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। একটি শক্তিশালী উপগ্রহ সহ আরো দুটো উপগ্রহ পাঠানো হবে মহাকাশে। আবহাওয়া যদি সঠিক থাকে সেই ক্ষেত্রে সোমবার ভোর বেলায় তিনটি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হবে।উপগ্রহ গুলি এক দশক ধরে মহাকাশে বিচরণ করবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা জানায় শক্তিশালী উপগ্রহটির মাধ্যমে দেশের মধ্যে কোথায় কোথায় কৃষি জমি আছে সেই বিষয় জানা যাবে। এছাড়া ভয়ানক বন্যার কবলে দেশের কোন কোন অঞ্চল পড়তে পারে সেই বিষয় আগাম জানতে পারা যাবে।