|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- কিছু দিন পরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, যে উৎসব ঘিরে প্রতিটি মানুষের মধ্যে থাকে আনন্দের ছোঁয়া। সেই আনন্দঘন মুহুর্তের মধ্যে যেন কোনো অঘটন না ঘটে তার জন্যই আগাম সতর্কবার্তা দিতে সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিঞার উদ্যোগে স্থানীয় থানা এলাকার স্বর্ণ ব্যবসায়ী তথা দোকানদারদের নিয়ে থানা চত্বরে অনুষ্ঠিত হয় এক বিশেষ বৈঠক মঙ্গলবার।পুজোর সময় এলাকায় যাতে কোনো রকম অঘটন না ঘটে সেদিকে সতর্ক থাকার বার্তা দেন স্বর্ণ ব্যবসায়ীদের। পাশাপাশি ব্যাবসায়ীদের সতর্কতা অবলম্বন করার জন্য প্রতিটি সোনার দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দেন। সেইসাথে সোনা কেনাবেচার ক্ষেত্রে একটু সচেতনভাবে কেনা এবং লক্ষ্য রাখতে হবে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে।যদি কোনো কিছু তথ্য বা সন্দেহজনকভাবে কিছু দেখা গেলে সাথে সাথে সদাইপুর থানার পুলিশকে খবর দেওয়া ও অঘটন এড়াতে সহযোগিতা করার আহ্বান জানান।