জমি জটিলতা মেটাতে দেগঙ্গার জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক

নতুন গতি ডেস্ক : জমি জটিলতা মেটাতে দেগঙ্গার জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের আধিকারিক ও রাজ্য হাইওয়ে অথরিটির মধ্যে।
রাজ্য সরকারের অধিনস্ত যেকোন জনহিতকর কাজে সমস্যার সৃষ্টি হলে মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সমস্যাকে জয় করে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার বেলিয়াঘাটা বাজার থেকে খোসদেলপুর পর্যন্ত মূল রাস্তার জমি জটিলতায় হাইওয়ে তৈরীর শেষ অংশটুকু বাধাপ্রাপ্ত হচ্ছে। সমস্যা দূরীকরণে জেলা পরিষদের অ্যনেক্স বিল্ডিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রনীল সেনগুপ্ত, জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ শ্রী নারায়ন গোস্বামী, দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ, এসডিও বারাসাত সোমা সাউ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুব্রত মল্লিক, বিএল আরও পার্থ লোধ, পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ আনিসুর রহমান বিদেশ, পুলিশ প্রতিনিধি দীপঙ্কর ঘোষ, সহ পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা।