বৃক্ষ রোপনের মাধ্যমে বিশেষ বার্তা মইপিট কোস্টাল থানার ওসি মধুসূদন পালের

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : ইয়াস নামক প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সুন্দরবনের অধিকাংশ এলাকায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল কয়েক শত হেক্টর চাষযোগ্য জমি। কারণ নদী সংলগ্ন এলাকায় নদীর ধার বরাবর ম্যানগ্রোভ না থাকায়। ইয়াস নামক প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল। সুন্দরবনকে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে টিকিয়ে রাখতে, সরকারের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন গুলি একের পর এক সুন্দরবনের বিভিন্ন প্রান্তের সাথে কুলতলীর মইপিট কোস্টাল থানার অধীন গুড়গুড়িয়া নদী এলাকায় দশ হাজারের অধিক সুন্দরী,গরান,কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির লবণাম্বু উদ্ভিদ রোপণ করেন। আর এই কাজে সহযোগিতা করেছেন স্কুল-কলেজের পড়ুয়ারা। মইপিট কোস্টাল থানার ওসি মধুসূদন পাল এই মহতী কর্মযজ্ঞে তিনি সামিল হয়ে এলাকা বাসীর বিশেষ বার্তা দেন। নিজ হাতে বেশ কয়েকটি চারা গাছ রোপণ করেন। এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। অপরদিকে মানবাধিকার সংগঠন APDR এর জয়নগর শাখার সম্পাদক মিঠুন মন্ডল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। স্বেচ্ছাসেবী সংগঠনের এমন মহতী উদ্যোগকে এলাকার মানুষ কুর্ণিশ জানায়। কুলতলীর গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিজ হাতে গাছ লাগান। চারা গাছ রোপন সহ এলাকার সাধারন মানুষের বিশেষ সহযোগিতা করলেন।