|
---|
নিজস্ব প্রতিবেদক:-বীরভূমের নানুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান৷ উদ্ধার তিনটি মাস্কেট, দু’টি ওয়ান শাটার এবং ১৯ রাউন্ড গুলি (Birbhum News)। নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় কাজীপাড়ায়৷ সেখানে সাদা পোশাকে ওঁৎ পেতে বসেছিল তারা৷ ওই সময় বাইকে করে দুইজন আরোহী নানুর থানার অন্তর্গত গোপিডিহি থেকে নতুনগ্রামের দিকে যাচ্ছিল৷ তাদের সঙ্গে একটি বড় বস্তা ছিল৷ পুলিশের সন্দেহ হওয়ায় ওই বাইক আরোহীদের আটক করে চলে তল্লাশি৷ উদ্ধার হয় পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং ১৯ রাউন্ড গুলি(Birbhum News)। পাঁচটি আগ্নেয়াস্ত্রের মধ্যে তিনটি মাস্কেট, দুটি ওয়ান শাটার৷ এছাড়া ১৯ রাউন্ড গুলির মধ্যে রয়েছে ১৬ রাউন্ড ৮ এমএম, ২ রাউন্ড .৩০৩ এমএম ও ১ রাউন্ড ৭.৬৫ এমএম গুলি। এরপরই বাইক আরোহীদের গ্রেফতার করে পুলিশ৷ আটক করা হয় বাইকটি৷পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা হলেন জেরমান শেখ (৩৭) এবং সোহরাব খান (৫০)। দু’জনের বাড়ি যথাক্রমে নানুর থানা এলাকার ভেনেরা গ্রাম এবং গোরপাড়ায়।এর আগেও নানুর থানার পুলিশ পুনদরা গ্রামের এক ব্যক্তির বাড়ির পিছন থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছিল। ওই সকল বোমাগুলি বাড়ির পিছনে প্লাস্টিকের বালতিতে রাখা ছিল।পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়৷