শিশুদের সাস্থ্য ও পুষ্টির উপর গুরুত্ব বাড়াতে বিশেষ কর্মসূচি

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- গ্রামও এলাকা গুলিতে দিন দিন পুষ্টির অভাবে বাড়ছে শিশুদের নানান রোগ। বিশেষ করে এজন্য সমস্যায় পড়ছে গ্রামের ও শ্রমিক মহল্লার বাসিন্দারা। এমতাবস্থায় শিশুদের সুরক্ষিত রাখতে রাজ্য সরকারের উদ্যোগে ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ এলাকায় লাগাতার শিশুদের সাস্থ্য ও পুষ্টির উপর সচেতনতা শিবির জোরকদমে চলছে। সেই উপলক্ষে গতকাল ডায়মন্ড হারবার ১নং ব্লকের অন্তর্গত নেতরা গ্রাম পঞ্চায়েত এর অধীনে নয়টি শুসংহত শিশু বিকাশ প্রকল্পের দিদিদের উদ্যোগে হাজরাবন্দ প্রাথমিক বিদ্যালয়ে একশতোরও বেশি মা ও শিশুদের নিয়ে সাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নেতরা অঞ্চলের প্রধান শিখা খামারু, পঞ্চগ্রাম গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ আকবর হোসেন মন্ডল, স্বাস্থ্যকর্মী কাবেরী ঘোষ, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার শান্তনা হালদার, এছাড়াও অঙ্গনওয়াড়ি স্কুলের দিদি, আশাকর্মী, সিনিআর প্রতিনিধি সহ প্রায় একশোর বেশী মা ও শিশু।

    ডাঃ আকবর হোসেন জানান, ডায়মন্ড হারবার ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী মিলন তীর্থ সামন্ত মহাশয়ের নির্দেশে ব্লকের সকল শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উপর গুরুত্ব দিয়েছেন, এছাড়াও রাজ্য সরকারের উদ্যোগে ব্লকের প্রায় একশো শিশুর *শিশু সাথী* প্রকল্পের মাধ্যমে সফলভাবেই জন্মগত হৃদরোগের অপারেশন হয়েছে। এতে খুশি শিশুদের অভিভাবক ও সাধারণ মানুষ।