|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : আজ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া ব্লক কুলতলিতে, স্থানীয় গ্রামীন চিকিৎসক দের নিয়ে এই মুহূর্তে চলছে বিশেষ প্রশিক্ষণ। করোনা সংক্রামনের হাত থেকে রেহাই পেতে বিশেষ এক জরুরী সভা । চল্লিশ জন কে নিয়ে জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শ্রেণী কক্ষে বৈঠক । কুলতলি বিধানসভার তিন শত তিরিশ জন গ্রামীণ চিকিৎসকদের নিয়ে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশেষ সভা। এই মুহূর্তে তাদের কে বিশেষ ভূমিকা গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণের বার্তা দেন জয়নগর রুরাল হাসপাতালে ডাক্তার বাবুরা । এক বিশেষ প্রশিক্ষণ শিবির এর আয়োজন করলেন। বর্তমান সময়ে জরুরী সভা সাধারণ মানুষের কাছে একটা আলাদা মাত্রা যুক্ত হয়েছে। যেখানে রয়েছে সোশ্যাল ডিসটেন্স, মাক্স, স্যানিটাইজারের ব্যবহার। আগামী দিনের প্রতিটি প্রান্তে সচেতন নাগরিক হিসাবে সাধারণ মানুষের কাছে এই সমস্ত মহৎ ব্যক্তি বর্গের
বার্তা পৌঁছানোর এই কর্ম যজ্ঞের আয়োজন। 40 জন করে এক একটি কক্ষে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই সমস্ত ব্যক্তি, তারা তাদের এলাকায় গিয়ে সাধারণ মানুষকে আসক্ত করতে পারবেন। গ্রামীণ চিকিৎসক দের কথায়, এমন সুন্দর প্রোগ্রামকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজ আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের পরিবার পরিজনদের কে তো সুরক্ষা দেব। সাথে সাথে এলাকার মানুষ জনের জন্য এই মুহূর্তে সুন্দর পরিষেবা দেওয়া আমাদের দায়িত্ব । এই সমাজকে আরো সুস্থ ও সুন্দর করে তোলার লক্ষ্যে আজকের এই প্রয়াশ। যেভাবে বিশ্ব তথা ভারতবর্ষের করোনা মহামারীতে একের পর এক, স্বজনদের হারাতে চলেছি আমরা। আমরা কি আমাদের পরিবারের সদস্যদেরকে সুরক্ষা দিতে পারবো? ইতিমধ্যে আমাদের অনেক সহকর্মী এই করোনা নামক মহামারী তাদের জীবন কেটেছে। আগামী দিনে যাতে আমাদের সহ কর্মীদের না হারাতে হয় তার জন্য এই প্রয়াস ।