কেশপুরের কৃষকদের নিয়ে বিশেষ কর্মশালা প্রদীপ দে র!

কেশপুর: কেশপুর বিশেষত কৃষি প্রধান ব্লক! বিভিন্ন ধরনের চাষ এখানে হয়। তেমনভাবে প্রশিক্ষণও পায় না কেশপুর এলাকার কৃষকরা। তাই উড়িষ্যার সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটির কৃষি বিভাগের রিসার্চ এর ছাত্র প্রদীপ দে, কেশপুর ব্লকের অন্তর্গত দু’নম্বর অঞ্চলের খেতুয়া এলাকার কৃষকদের নিয়ে এক বিশেষ কর্মশালা ব্যবস্থা করেন।

    যেখানে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে মাটি তৈরি থেকে চাষ করতে হয়। আধুনিক কৌশলে কিভাবে ধান চাষ থেকে আলু চাষ! তিল থেকে সরষে, সবেতেই ভালো ভাবে ফসল ফলানো যায়, সেসব বিষয়ে আলোকপাত করেন। ট্রেনিং পেয়ে চাষিরা উপকৃত হবেন এমনটাই মত প্রদীপের।