২০২৪-এ শিবসেনা-বিজেপি জোট নিয়ে জল্পনা শুরু

নতুন গতি নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আগেই সুর বদলেছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। এবার সুর নরম করলেন সঞ্জয় রাউতও। তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সবচেয়ে বড় নেতা এবং বিজেপিরও সবচেয়ে বড় নেতা। জনপ্রিয়তার নিরিখেও মোদী দেশের শীর্ষে। সঞ্জয় রাউতের এই মন্তব্যের পরেই ২০২৪-এ শিবসেনা-বিজেপির আঁতাত নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

    উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক মোদীর

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কয়েকদিন আগেই দিল্লিতে গিয়ে দেখা করেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। দিল্লিতে সাংবাদিক বৈঠকে উদ্ধব বলেছিলেন, রাজনৈতিক সম্পর্কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনও যোগাযোগ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এখনও ব্যক্তিগত সম্পর্ক অটুট রয়েছে বলে জানিয়েছেন িতনি। উদ্ধব ঠাকরের এই মন্তব্যের পরেই ২০২৪-র লোকসভা ভোট নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

    মোদীর প্রশংসায় সঞ্জয় রাউত

    উদ্ধব ঠাকরের পথেই হাঁটলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সেরা নেতা। গত সাত বছর ধরে তিনি যেভাবে কাজ করে চলেছেন তাতে চোখ বন্ধ করে বলাই যায় প্রধানমন্ত্রী দেশের সেরা নেতাদের মধ্যে প্রথম। এমনকী বিজেপিতেও সেরা নেতাদের মধ্যে অন্যতম সঞ্জয় রাউত। শিবসেনা নেতার এইমন্তব্যের পর জল্পনার পারদ আরও চড়েছে।

    উত্তর প্রদেশের ভোটের প্রস্তুতি

    ইতিমধ্যেই উত্তর প্রদেশের ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী মোদী আরএসএসের সঙ্গে এই নিয়ে বৈঠক করেছেন। ঠিক তারপরেই বিজেপিতে যোগ দেন কংগ্রেসের দাপুটে নেতা জিতেন প্রসাদ। আজ আবার দিল্লিতে গিয়েছেন যোগী আদিত্যনাথ। কাজেই একর পর এক ঘটনা ইঙ্গিত দিচ্ছে এবার উত্তর প্রদেশের ভোট নিয়ে কোমর কষছে বিজেপি। কারণ গোবলয়ের ভোট ব্যাঙ্কের উপরেই নির্ভর করে দিল্লির মসদন।

    বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে শিবসেনা

    বিজেপির হাত মজবুত করতে ফের তৎপর শিবসেনা। কয়েকদিন আগে পর্যন্ত শিবসেনার সঙ্গে প্রবল বিরোধিতা হয়েছিল বিজেপির। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে থেকেই সম্পর্কে চিড়ধরতে শুরু করেছিল। প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব বদল নিয়েও বিজেপির তীব্র সমালোচনা করে শিবসেনা। তার পরেই ফের মোদীর সঙ্গে সুসম্পর্কের ইঙ্গিত দিয়ে ২০২৪-র লোকসভা ভোটের ময়দান প্রস্তুত করতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির তারই ইঙ্গিত মিলেছে।