|
---|
সালমান হেলাল : ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য শাখার উদ্যোগে ন্যাশনাল ওরাল হাইজিন ডে উপলক্ষে সোনারপুরের এক স্কুলে মুখবহরের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হল। যেখানে প্রায় 700 জন শিক্ষার্থীর মুখের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ।এছাড়াও মুখগহরের স্বাস্থ্য সংক্রান্ত সেমিনার ও অনুষ্ঠিত হয়। সংগঠনের সম্পাদক ডা: রাজু বিশ্বাস জানান” ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন একমাত্র সংগঠন যারা 10 বছর ধরে বিভিন্নভাবে ওরাল হাইজিন ডে পালন করে চলেছে। উপস্থিত ছিলেন ডা: শুভ্র নন্দী ,ডা:অসিত পাল, ডা: এইচ. ডি অধিকারী ,ডা: সীতাংশু ঘোষ ,ডা: সুদর্শনা মুখার্জি ও অন্যান্যরা।