|
---|
বাবু হক,হাওড়া,নতুন গতি :
৪ র্থ বর্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান,,,, কলকাতার কসবা গীতাঞ্জলি স্টেডিয়ামে , লায়ন্স ক্লাব অফ কলকাতার আয়োজনে রাজ্যোর ২৫ টি সি সি আই এর শিশু, ছেলে ও মেয়েদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা বিকাশের লক্ষ্যে দীর্ঘ চার বছর ধরে প্রয়াস চালিয়ে যাচ্ছে সকলের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে লায়ন্স ক্লাব অফ কলকাতা আজকের অনুষ্ঠানে রাজ্যোর ৫৫০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করছে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় । নানান রকমের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে দক্ষতা অর্জন করে উজ্জ্বল নক্ষত্রের ন্যেয় প্রতিভা বিকাশ করে পুরস্কার গ্রহণ করবে।
অংশ গ্রহণ কারী দের উৎসাহিত করতে উপস্থিত থাকবেন অভিনেত্রী নুসরাত জাহান, বিশেষ প্রতিভাধর পুরষ্কার প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরী এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন ধরনের অতিথি।আয়োজক লায়ন্স ক্লাব অফ কলকাতার বিভিন্ন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজকর্মী ও সাংস্কৃতিক, ক্রীড়া প্রেমী পদাধিকারী। প্রশান্ত জয়শয়াল, রাজেন্দ্র পাকড়ী,দীলিপ কুমার দাস,মনিষ আগোরাল প্রমুখ পর্যায়ক্রমে পরিচালনা করেছেন। হাওড়া জেলার জয়পুর থানার পারবাকসীর চিরনবীনের আবাসিক ২ ছেলে ও ২৩ জন মেয়ে আজকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে দক্ষতা অর্জন করে সক্ষম দের ন্যায় প্রতিভা বিকাশ অব্যহতো রাখলো পুরষ্কার প্রাপ্ত হয় স্মরণীয় মোনরঞ্জন কর সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে এদের বেশিরভাগই ছিল বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েরা ও ছেলে। এঁরা চিরনবীন প্রাঙ্গনে বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে তৈরি হয়েছে বলে জানা গেছে এদের প্রশিক্ষণ দিয়েছেন জাতীয় প্রশিক্ষক তমাল চ্যাট্টার্জী । চিরনবীনের আবাসিক অংশগ্রহণ কারীরা হলেন লক্ষ্মী খাতুন, গুড়িয়া রাণী, অনিতা ওরাং,রাজ কুমারী চৌধুরী, পূজা চ্যাট্টার্জী,ঊমেশ রায়,সুকু দলুই, হাফিজ, দ্বীপ সরকার প্রমুখ।চিরনবীনের সাধারণ সম্পাদক সুকুমার সাউ আমাদের প্রতিনিধি কে জানান আমরা সাধ্যমতো আমাদের কর্মী ও সদস্য দের নিয়ে কাজ করে যাচ্ছি সকলের সহযোগিতায় এগিয়ে চলেছি কোন পুরষ্কারের আশায় না থেকে।