|
---|
বাইজিদ মন্ডল, উস্থী:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তত্বাবধানে রাজ্যে একাধিক কর্মূচী বা প্রকল্প ইতি মধ্যে শুরু হয়েছে। যুব সমাজকে মাঠ মুখি ও খেলা ধুলার প্রতি উৎসাহ দিতেও একাধিক কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ১৬ ই আগষ্ট খেলা হবে দিবস।
রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো খেলা হবে দিবস। এদিন মগরাহাট ১ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় এবং মগরাহাট ১ব্লক প্রশাসন ও মগরাহাট ১ব্লক পঞ্চায়েত সমিতির সহযোগিতায়। এদিন উস্থী কে সি পি এস ইনস্টিটিউশন মাঠে পালিত হলো খেলা হবে দিবস। দিনভর খেলা হবে দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট ১ব্লক বি ডি ও ফাতেমা কাওসার,শিক্ষার কর্মাধ্যক্ষ সেলিম খান,এছাড়াও উপস্থিত ছিলেন মগরাহাট ১ব্লক সকল প্রশাসন আধিকারিক সহ আরও অনেকে।খেলা দেখতে মাঠ গুলোয় দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।