|
---|
হাসান লস্কর (বাবলু), দক্ষিণ চব্বিশ পরগনা :
তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসীন হওয়ার পর তিনি ঘোষণা করেছিলেন প্রতিটি বিধানসভায় “খেলা দিবস” পালিত হবে। আজ মুখ্যমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে আজ পশ্চিমবঙ্গের সর্বত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খেলা দিবস পালিত হচ্ছে। এই “খেলা দিবস” কে সামনে রেখে যুব সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেল। সারা রাজ্যজুড়ে এমনি কর্মসূচি শুরু হওয়ার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলী বিধানসভার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের দেবীপুর হুকাহারানিয়া মিলন বিদ্যাপীঠ ( হাইল্যান্ড মাঠে) বারোটি দলের নকআউট ফুটবল টুর্নামেন্ট।পরিচালনার দায়িত্বে কুলতলি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ । ছাত্র পরিষদের পক্ষ থেকে মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ব্যবস্থাপনায় গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চল সভাপতি পিন্টু মণ্ডল ও জাকির মন্ডল এর উদ্যোগে। মূলত কুলতলী বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের প্রতিনিধি দল পিন্টু মণ্ডল জাকির মন্ডল রাজু সিট তাপস দাস নজরুল গায়েন প্রধান পূরবী বর ও বিশিষ্ট নাগরিকবৃন্দ। কুলতলী ব্লকে এমনই অনুষ্ঠান হওয়ায় এলাকার মানুষ ব্যাপক উজ্জীবিত। আগামী দিনে এমনই অনুষ্ঠান আবার হউক তারই প্রত্যাশায়।