|
---|
নিজস্ব সংবাদদাতা: এখন থেকে স্প্রাইট সবুজ নয় সাদা বোতলে মিলবে।দীর্ঘ ছয় দশক পরে রং পাল্টালো পানীয় সংস্থা কোকোকোলা। দীর্ঘ দিন ধরে দেখা যেত স্প্রাইট এর বোতলের রং সবুজ। এতদিন পর্যন্ত আমরা দোকানে গেলে সবুজ বোতল দেখতে পেতাম। তবে পহেলা আগস্ট থেকে সাদা রংয়ের বোতলে পাওয়া যাবে স্প্রাইট।
পানীয় সংস্থা কোকোকোলা জানিয়েছে বোতলের রং পাল্টানোর পিছনে কারণ তারা পরিবেশবান্ধবের পথে হাঁটাবেন।