শ্রীরামপুর মল্লিক পাড়ায় ইসলামিক সভা অনুষ্ঠিত হল

সেখ আব্দুল আজিম (শ্রীরামপুর) : সম্প্রতি শ্রীরামপুর থানার অন্তর্গত শ্রীরামপুর মল্লিক পাড়ায় আজিমুশশান ইসলামিয়া জলসা প্রতি বছরের ন্যায় কেরাত গজল ও ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান হল। পরিচালনায় শ্রীরামপুর মল্লিক পাড়া জলসা কমিটি এবং সাধারণ মানুষ। এই দিন মাদ্রাসার ছাত্র ছাত্রীরা কেরাত এবং গজল প্রতিযোগিতায় শামিল হয় । প্রতিযোগিতা দের পুরস্কৃত করা হয়। প্রসঙ্গত সোনার বাংলা যখন রাজনীতি নেতাদের বাকযুদ্ধ চলছে এখানে দেখা গেল এক সম্প্রীতির বার্তা। এলাকার সনাতন ধর্মের বয়স্ক এবং অন্যান্য মহিলা গণ জল পড়া নিতে বোতলে জল ভরে জমা রেখে যান। পীরজাদা এবং অন্যান্য আলেমদের জল পড়া নিতে আগ্রহী।

    বিভিন্ন প্রতিযোগিতা শেষে সারারাত ব্যাপী কোরআন ও হাদিসের উপর আলোকপাত করেন পীরজাদা এছাড়া স্থানীয় মসজিদের ইমাম ও অন্যান্য আলেমগণ কুরআন হাদিসের উপর আলোকপাত করেন। বিশেষ অতিথি শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা তিনি অনেকক্ষণ সময় দেন এই অনুষ্ঠানে। তিনি বলেন আমি শ্রীরামপুরের ভূমিপুত্র এখানে আসার একটাই কারণ কোনরূপ অসুবিধা হচ্ছে কিনা। তিনি আরো বলেন তাদের চাহিদামতো আমি কিছু প্রদান করেছি আগামী দিনে প্রয়োজনে আমি এদের সাথে আছি। প্রশাসনের নজর ত্রুটি ছিল না। চলমান রাস্তার দুই দিকে বাঁশ দিয়ে আটকানো হয়েছে কোন রূপ আপত্তি লক্ষ্য করা যায়নি। এটাই হচ্ছে সম্প্রীতির বাংলা । জলসা কমিটি সকল কে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।