জরুরি অবস্থা তুলে নিয়েছে শ্রীলঙ্কা সরকার

দেবজিৎ মুখার্জি: আইনশৃঙ্খলা ও পরিস্থিতির উন্নয়নের জন্য, এক বিবৃতিতে প্রেসিডেন্টের দপ্তরের তরফে জানানো হয়েছে যে দেশে দুই সপ্তাহ আগে জারি হওয়া জরুরি অবস্থা তুলে নিয়েছে শ্রীলঙ্কা সরকার।

    উল্লেখ্য, চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। আর এই পরিস্থিতির জন্য জনগণ দায়ী করেছিল রাজাপক্ষে পরিবারকে। লাগাতার বিক্ষোভ দেখে গত ৬ মে মধ্যরাত থেকে দেশটিতে দ্বিতীয়বার জরুরি অবস্থা জারি করেছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত নিহত 9 জন ও আহত হন প্রায় 200 জন। দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন রনিল বিক্রমসিংহে।