|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- হরিণ ডাঙ্গা মহিলা বৃন্দের পরিচালনায় এবং হরিণ ডাঙ্গা গ্রাম বাসি বৃন্দের সহযোগিতায় ডা: হা: পৌরসভার ৩নম্বর ওয়ার্ডে ২৬ তম বর্ষ স্থানীয় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডা:হা: বিধান সভার বিধায়ক পান্নালাল হালদার, ডা: হা: ১নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী,যাদবপুর ও ডা: হা: সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমহিনী বিশ্বাস,টাউন তৃণমূল যুব সভাপতি সৌমেন তরফদার,প্রবীণ সাংবাদিক কিংশুক ভট্টাচার্য সহ আরো অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ ও পূজা কমিটির সদস্য ও সদস্যা বৃন্দ। এই জগদ্ধাত্রী পূজা উপলক্ষে উপস্থিত ব্যাক্তিবর্গ দের মধ্যে জানায় আমরা অসীম আনন্দের সঙ্গে বলছি এবছর আমরা ২৬ তম বর্ষ জগদ্ধাত্রী পূজার আয়োজন করেছি। বিগত বছরে করোনা পরিস্থিতির মধ্যেও এবারও আমরা বাঙালির এমন এক মহান উৎসব মহিলা বৃন্দের পরিচালনায় আয়োজন করা হয়।