শ্রী শ্রী রাধামদনমোহনের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে বসন্ত উৎসব ও ৪১ তম যাত্রা অনুষ্ঠান

আজিম সেখ, নতুন গতি,বীরভূম:আজি বসন্ত জাগ্রত দ্বারে দখিনা বাতাস আর ফুলের গন্ধে আমোদিত প্রকৃতি যেন নব সাজে সজ্জিত হয়ে মধু ঋতু বসন্তের আবাহনে আত্মমগ্ন। আনন্দ বসন্ত সমাগমে এক অপূর্ব লাবণ্যে আমাদের প্রাণ মন পরিপূর্ণ। আর পরিপূর্ণতার এই পরম লগ্নে গুটি গুটি পায়ে সমুপস্থিত হয়েছে এই এলাকার চিরাচরিত, ঐতিহ্যবাহী বহু প্রতীক্ষিত উৎসব শ্রী শ্রী রাধা মদন মোহনের দোলযাত্রা।

    আপনারা অবগত আছেন যে ঠাকুরবাড়ির এই দল শুধু ধর্মীয় আচারি সীমাবদ্ধ থাকেনা ধর্মপ্রাণ ভক্ত গনের সাথে সাথে এলাকার তরুণ প্রাণ সংস্কৃতি সারস্বত সাধনায় জেগে ওঠে নব আনন্দে। আচন্ডাল আপামর মানুষের পরম বান্ধব, প্রেমময় ভগবান শ্রী চৈতন্যের উপাসনাস্থল ঠাকুরবাড়ি কে কেন্দ্র করে সারা কাষ্ঠগড়া গ্রাম সমাজ-সংস্কৃতি ও আধ্যাত্বিক চেতনার মেলবন্ধনে সবার পরশে পবিত্র করা মিলনের এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়।


    বহমান এই পবিত্র ধারা অক্ষুন্ন রাখতে, সুস্থ সাংস্কৃতিক প্রচার ও প্রসারের মাধ্যমে উন্নততর জনজীবনে উত্তরণের লক্ষ্যে শ্রীশ্রী রাধা মদনমোহনের দোলযাত্রা ও বসন্ত উৎসব উপলক্ষ্যে সপ্তাহব্যাপী উৎসব অনুষ্ঠানে আয়োজনে ও নান্দনিক চেতনা বিকাশের প্রয়োজনে এই অনুষ্ঠান।

    এই অনুষ্ঠানটি পরিচালনা করলেন
    কাষ্ঠগড়া স্পোর্টস এন্ড কালচারাল* অ্যাসোসিয়েশন । এখানে আট দিনের একটি মেলাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন যেমন –
    রবিবারে শুরুতেই ছিল ধর্মীয় অনুষ্ঠানের সূচনা শ্রীপাঠ আঙিনা থেকে ধর্মতলা পর্যন্ত শ্রী শ্রী মদন মোহনের শোভাযাত্রা ও ম্যাড়াপোড়া ও হোলিকা দহন উৎসব।

    সোমবার সারাদিন ব্যাপী বিশেষ পূজা ও শোভাযাত্রা সহকারে শ্রী শ্রী মদনমোহনের ভান্ডি বনে গমন ও দোল উৎসব।

    মঙ্গলবার কাষ্ঠগড়া স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা গুণীজন সম্মাননা ও সন্ধ্যায় শুরু হয় প্রাচীন লোককথা অবলম্বনে শিশু নাটিকা অভিনব জ্ঞান।

    বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরেই শুরু হয় যাত্রা অনুষ্ঠান মরন যাত্রা বাজলো সানাই এই যাত্রা অনুষ্ঠান টি পরিবেশনায় ছিলেন গোপালপুর নেতাজী সংঘ।

    বৃহস্পতিবার সন্ধ্যায় আবারো যাত্রাপালা অরণ্যের বাগদত্তা এ অনুষ্ঠানটি করেন কাষ্ঠগড়া স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন এর সদস্যরা।

    শুক্রবার আবারো ম্যাড়াপোড়া ও হোলিকাদাহন উৎসব। তারপরে শুরু হয় ভক্তি সংগীত এবং যাত্রা অনুষ্ঠান নটী বিনোদিনী পরিবেশনায় ছিলেন সিউড়ী শ্রীরঙ্গম নাট্য সংস্থা।

    শনিবার সারাদিন ব্যাপী বিশেষ পূজার্চনা, মঙ্গলা রতি, সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রী শ্রী রাধা মদনমোহন, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভু গমন ও পঞ্চম দোলযাত্রা।

    এই এলাকায় টানা সপ্তাহব্যাপী এই শিক্ষামূলক যাত্রানুষ্ঠান, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গে মেলা, একটু আড্ডা একসঙ্গে পেঁয়ে গ্রাম ও বহিরগ্রামের লোকজনেরা খুবই আনন্দিত।
    কাষ্ঠগড়া স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্য ও মেলার লোকজনেরা আমাদের সাক্ষাৎকারে জানান দেশে লেগেছে আগুন চারিদিকে চলছে ধর্ম নিয়ে অশান্তি জাতি নিয়ে ভেদাভেদ। আর আমাদের এই গ্রাম যেখানে গর্বের সাথে বলি শুধু হিন্দু মুসলিম শুধু নয় বিভিন্ন ধর্মের মানুষ এই মেলা ও অনুষ্ঠান দেখতে উপস্থিত হয়েছিলেন।এই মিলন দেখে আমরা আনন্দে আত্মহারা।