|
---|
রামরতন শুক্ল : ক্ৰাগী স্ট্রিট থিয়েটার গ্রুপের নাটক ‘হবে কি হবে না’ শুরু হয়েছে গত দু’বছর। ১৪ দফা সামাজিক সচেতনতার ইস্যু নিয়ে। যেমন প্লাস্টিক, জল, কন্যা ভ্রূণ হত্যা, মবলীনচিং, চাইল্ড ম্যারেজ-সমস্যা।এঁরা মূলত স্টেজ, বাড়ি বাড়ি, বাসে, ট্রেনে, স্কুলে, ক্ষেতে, কারখানাতে গিয়ে সেই অঞ্চলের মানুষের সমস্যা নিয়ে চটজলদি স্ক্রিপ্ট তৈরি করে নাটক পরিবেশন করেন।ইদানিং বিভিন্ন কবি, সাহিত্যিকের কবিতা-গল্প নিয়েও নাটক পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি, যার নাম আঙ্গিনা থিয়েটার, পাঠশালা থিয়েটার।এই লকডাউনে যে সব স্কুলের পড়ুয়াদের অন লাইন ক্লাস করার সুযোগ নেই, তাদের আঙ্গিনাতে গিয়ে থিয়েটারের পারফরম্যান্স দ্বারা তাদের সিলেবাস থেকে পড়াচ্ছেন।গত ১৪ ই আগস্ট বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহের অণুকবিতার কোলাজ নিয়ে, এই মহামারীর যাবতীয় বিধি-নিষেধ মেনে বারুইপুরের ত্রিমাতৃ মন্দির লাগোয়া বাগানবাড়িতে আঙ্গিনা থিয়েটার করলেন তাঁরা।অণুকবিতার লাইনগুলো নিয়ে করা হয়েছিল অজস্র ব্যানার। সেগুলো দিয়েই সাজানো হয়েছিল অভিনয়ের আঙ্গিনা। নানা বিষয় নিয়ে কবির সাক্ষাৎকারও নিলেন তাঁরা। মূলত তাঁদের পেইজে আপলোড করার জন্য। এ দিন অভিনয় করে চমকে দেন ত্রিপর্না দত্ত, সোনিয়া দাস, নীলাক্ষি দাস, স্বর্ণালী পাল। নির্দেশক বিদেশ হাজরার নেতৃত্বে এই থিয়েটার ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে।