|
---|
নিজের সংবাদদাতা, নতুন গতি, সবং: মঙ্গলবার “মেদিনীপুর সৃজনী ওয়েলফেয়ার সোসাইটির” পক্ষ থেকে সবং ব্লকের বীরকোটা এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৫ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল আলু, পেঁয়াজ,সরিষা তেল, সোয়াবিন,মসুর ডাল,চিনি, মুড়ি,চানাচুর,বিস্কুট,সাবান ও জল। এদিনের কর্মসূচিতে সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোসাইটির সম্পাদক আশিস কুমার মুনিয়ান, সহ-সম্পাদক সন্দীপ জানা, সদস্য দেবব্রত দত্ত,দেবাশিস বেরা,দেবারুন মুখার্জি,বিবেকানন্দ জানা, শুভেন্দু প্রধান প্রমুখ সদস্যবৃন্দ।
এছাড়াও এই কাজে উপস্থিত না থেকেও পূর্ণ সহযোগিতা করেন সোসাইটির সভাপতি, সহ-সভাপতি,কোষাধ্যক্ষসহ অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ। সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের সমাজ সমাজসেবামূলক যে কোন কাজে তাঁরা ভবিষ্যতেও এগিয়ে আসবেন। সম্পাদক জানান, “সোসাইটির পক্ষ থেকে এই ধরণের কাজে সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করি।”