|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলী সুন্দরবন চ্যারিটেবল ট্রাস্ট এর মাঠে অনুষ্ঠিত হল সৃষ্টিশ্রী মেলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ই মার্চ বৃহষ্পতিবারে। মেলা চলবে ১১মার্চ শনিবার পর্যন্ত। কুলতলীর এই মেলায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল, দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক, জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল ,মহাকুমা শাসক সুমন পোদ্দার,কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী, কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল থেকে শুরু করে একাধিক প্রশাসনিক কর্মকর্তা সহ একাধিক আধিকারিক দক্ষিণ চব্বিশ পরগনার ২৯ টি ব্লক থেকে SHG গ্রুপের মহিলারা এই মেলায় নিজেদের হাতে তৈরি একাধিক জিনিসপত্র পসরা সাজিয়ে এক একটি স্টলে বসেছেন। একাধিক ব্লক থেকে আসা স্বর্ণ জয়ন্তী সরোজগারী দলের মহিলাদের তৈরি একাধিক জিনিসপত্র কিনতে ভিড় ছিল চোখে পড়ার মতো।