|
---|
লুতুব আলি, নতুন গতি : সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকার অমর কথা সংকলনের মোড়ক উন্মোচন কলকাতায়। সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকার অন্যতম যৌথ সংকলন অমরকথা র মোড়ক উন্মোচন হল কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন অমর কথা সংকলনের অন্যতম সম্পাদক দীপঙ্কর বর্মন। সকলকে স্বাগত জানান এই সংকলনের যুগ্ম সম্পাদক মোঃ মুরসালিন হক। এই অনুষ্ঠানে কবি মল্লিকা চক্রবর্তীর একক বই সমর্পণ ও কবি শ্যামল চক্রবর্তীর একক বই শ্রদ্ধার্ঘ্য প্রকাশিত হয়। পরিবারের কর্ণধার তথা প্রতিষ্ঠাতা ও সম্পাদক দীপঙ্কর বর্মনের তৎপরতায় ও সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকা এর ঐকান্তিক সহযোগিতা ও প্রচেষ্টায় আবার ও উচ্ছ্বসিত হয়ে উঠল অনুষ্ঠান প্রাঙ্গণ। অনুষ্ঠানে যুগ্ম সভাপতির আসন অলংকৃত করেন প্রজ্জ্বল রায়চৌধুরী ও দীনবন্ধু ঘোষ। প্রত্যন্ত সুন্দরবনের প্রখ্যাত কবি সাহিত্যিক সুকুমার পয়রা, মন কলম সাহিত্য পত্রিকার সম্পাদিকা বিশিষ্ট সাংবাদিক অর্পিতা কামিল্যা, বাতায়ন পত্রিকার সম্পাদক বরুন ব্যানার্জি, সুশীল কুমার রায়, সাবিত্রী নন্দী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যোগা শিক্ষক দেবাশীষ ব্যানার্জি প্রমুখ। দীপঙ্কর বর্মন জানান, সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকার অন্যতম যৌথ সংকলন অমর কথা বরেণ্য কবিদের লেখনীতে সমৃদ্ধ হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক কবি সাহিত্য ও গুণীজন এদের সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকার মানপত্র, স্মারক ও আমার কথা সংকলনের বই প্রদান করা হয়। অমর কথা সংকলনে যাঁরা লিখেছেন তাঁরা হলেন, গার্গী সরকার, কনিকা সরকার, সঞ্জীব কুমার চ্যাটার্জি, রুনা সেনগুপ্ত, প্রদীপ কুমার বর, তরুণ কুন্ডু, বরুণ ব্যানার্জি, শুভময় সাহা, তপন কুমার পাল, রঞ্জিত কুমার রায়, ওয়াহিদা খাতুন, রুজিনা বেগম, অশোক কুমার ঠাকুর, বিশ্বাস ডি. সি, রমাপ্রসাদ মন্ডল, রূপালী গোস্বামী, সৌমেন্দ্র দত্ত ভৌমিক, ছবি বর্মন, ইমদাদুল ইসলাম, সুশীল কুমার রায়, দেবাশীষ ব্যানার্জি, ত্রিদিবেশ দে, মদন চক্রবর্তী, দেবাশীষ সেনগুপ্ত, সুবলচন্দ্র দাস, চঞ্চল প্রামানিক, মল্লিকা চক্রবর্তী, অনুপম দে, মনোজ মাইতি, অনিমেষ বিশ্বাস, ইনামুল ভূঁইয়া, দিলীপ কুমার মিত্র, অশোক মন্ডল, অনির্বাণ পড়িয়া, কাজল মৈত্র, শক্তিপদ ভূঁইয়া, পত্রলেখা ঘোষ, অসীম মন্ডল, ডা: অসিত পাল, দীনবন্ধু ঘোষ, অনুপম বর্মন, প্রণব শিকদার, সমীর বিশ্বাস, শুভময় চক্রবর্তী, প্রদীপ কুমার বর, সোমনাথ দাস, অভিজিৎ দত্ত, অর্ধেন্দু ভট্টাচার্য, বিবেকানন্দ বেরা, অজয় সেনগুপ্ত, অসীম কুমার যোদ্দার, সুশান্ত ঘোষ, করুণা দেবনাথ, কল্পক দাস, মধুমিতা বসাক, সুশীল বন্দ্যোপাধ্যায়, প্রজ্বল রায়চৌধুরী, অর্পিতা কামিল্যা, মধুমিতা বসাক, মোঃ আব্দুল জব্বার আলী মন্ডল, রাফিকুজ্জামান খান, স্ব.সু. স, রাখি পাইন, সুব্রত পৈরা, সৈয়দ মাহফুজা ইসলাম, প্রীতি সরদার, গুরুপদ পুরকাইত, প্রশান্ত সামন্ত, সুকুমার পয়রা, রত্না ভট্টাচার্য, সুমনা মন্ডল, আব্দুল মালেক, মোহাম্মদ ইজাজ আহামেদ, উমর ফারুক, ইন্দ্রানী চৌধুরী, আব্দুস সালাম, শামসুদ্দিন বিশ্বাস, স্বপন ঘোষ, অরুনিমা চ্যাটার্জী, আনারুল ইসলাম প্রামানিক, প্রদীপ কুমার বর অজয় মুখোপাধ্যায়, শ্যামল রায় বসুনিয়া, নুপুর মাহাতো, সাবিত্রী নন্দী, ত্রিদিবেশ দে, নুপুর মাহাতো, স্বপন ঘোষ, বাসুদেব মাল, শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায়, সমীর ঋষি বিশ্বাস, শিবেশ মুখোপাধ্যায়, রঞ্জিত কুমার পড়িয়া, দীপঙ্কর বর্মন, মোঃ মুরসালিন হক, সমীর কুমার ভৌমিক, প্রদীপ কুমার আচার্য, শ্যামল চক্রবর্তী, সর্বেশ্বর মণ্ডল, সুবীর দাস, কাকলি বিশ্বাস, মোহাম্মদ মফিজুল ইসলাম। মোঃ মফিজুল ইসলাম বলেন, অমর কথার যৌথ সংকলন আমাদের সকলের কাছে অমর হয়ে থাকবে।