সুন্দরবনে বাঘের আক্রমণে প্রাণ গেল শ্রীবাস মণ্ডলের

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : আবারও বাঘের আক্রমণে প্রাণ গেল দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলির মৈপিঠ কোষ্ঠাল থানার মৈপিঠ কিশোরী মোহনপুরের শ্রীকান্ত পল্লীর বছর বাহান্নর শ্রীবাস মণ্ডল। দুই সঙ্গী নকুল মণ্ডল ও গোপাল বেরা কে নিয়ে গত মঙ্গলবার বনি ক্যাম্প লাগোয়া “টাইগারে” কাঁকড়া ধরতে যায়। বেশ কিছু ক্ষন সময় কাঁকড়া ধরতে ধরতে জঙ্গলের গভীরে পৌঁছায় ও সেখানে গিয়ে নৌকায় বিশ্রাম নেওয়ার সময় বাঘ মামা নৌকায় ঝাঁপিয়ে পড়ে ও তাকে নিয়ে যায় । আনুমানিক বিকাল তিন ঘটিকার দিকে কাঁকড়া ধরার পর নৌকায় থাকার মুহূর্তে বাঘ মামা তার উপর ঝাঁপিয়ে পড়ে, দীর্ঘ সময় ধরে বাঘে মানুষে কসরত্ শেষে রক্ষা পেল না শ্রীবাস মণ্ডল ।

    তার সঙ্গীরা তড়িঘড়ি বাঘের মুখ থেকে তাকে উদ্ধার করে কুলতলির জয়নগর গ্রামীন হাসপাতালে নিয়ে আসে বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনলেও শেষ রক্ষা করতে পারেনি।নিহত কুলতলীর মইপিট বৈকন্ঠপুর অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে,খবর পাওয়ার সাথে সাথে মৈপিঠ কোষ্ঠাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিহতের বাড়িতে পৌঁছায় ও মৃত ব্যক্তির দেহ টিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন। খবর পাওয়ার সাথে কুলতলির প্রাক্তন বিধায়ক রাম শংকর হালদার ও প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী পরিবারের সহযোগিতা করেন ও তিনি বলেন সরকার তাদের পরিবারের পাশে থাকুক।