|
---|
মিজানুল কবির নতুন গতি ডিজিটাল ডেস্ক ঃ SSC নিয়োগে দুর্নীতি সহ একগুচ্ছ দাবি নিয়ে কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশনে আজও ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকারা। আজ শুক্রবার অনশনের তেইশ তম দিনে আন্দোলনকারীদের সঙ্গে অনশনে যোগ দিয়েছেন মন্দাক্রান্তা সেন।
সংবাদমাধ্যম তরফে প্রশ্ন করা হলে তিনি জানান ” শহরের রাস্তার ওঁরা গরু ছাগলের মতো পড়ে রয়েছে, কেউ ফিরেও তাকাচ্ছে না। এ বিষয়ে প্রশাসন হয় দুর্ব্যবহার করছে, নয় উদাসীন। সব মিলিয়ে এতগুলো ছেলেমেয়েকে কেউ কোনও সমস্যার সমধান দিতে পারছে না। মন থেকে চাই সরকার এদের ভবিষ্যতের কথা ভেবে একটা সমাধানসূত্র দিক।”
মন্দ্রাক্রান্তা সেন সরকারের দিকে আংগুল তুলে আরও জানান ” এরপরেও কি প্রচারে বেরিয়ে ভোট চাইতে লজ্জা করবে না নেতাদের? জানি না, সরকার আদৌ কিছু করবে কীনা। সরকারের সদিচ্ছাই আমাদের একমাত্র কাম্য ”
রাজনীতিবিদ, সমাজকর্মী কিংবা শিক্ষাবিদ অনেক গুনীজনরা এসেছেন পাশে বসেছেন সমবেদনা জানিয়ে আবার চলে গেছেন কাজের কাজ কিছুই হয়নি ফলে অভুক্ত হলদেটে শরীরে থাকা অনশনকারিরা নিরাশ হয়েছেন বারবার।
মুখ্যমন্ত্রীর তরফ থেকে আজঅব্ধি কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে ধোঁয়াশায় তারা। সরকারের তরফে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটার দিকেই তাকিয়ে অভুক্ত স্যালাইন নিয়ে রাস্তা আঁকড়ে পড়ে থাকা চারশো অনশনকারি ও বাড়িতে থাকা তাদের পরিবার।