|
---|
বিশেষ প্রতিবেদন, নিউটাউন : পবিত্র হাজী সাহেবদের হজ সম্পন্ন করতে বিশ্বের মুসলিমদের মধ্যে সাজো-সাজোরব। বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা পবিত্র হজ সম্পন্ন করতে আরব দেশের মক্কা নগরীতে উপস্থিত হন। জিলহজ মাস অর্থাৎ কুরবানীর সময় হজ সম্পন্ন করতে লাখো লাখো মানুষ আরব ভূমিতে অবস্থান করে। হাজী সাহেবদের পরিষেবায় আরব সরকার যথাযোগ্য ব্যবস্থা পরিচালনা করে পাশাপাশি যে দেশের নাগরিক হজ সম্পন্ন করতে যায় তাদেরও সমানভাবে অগ্ৰাধিকার থাকে।
হজের বিভিন্ন কর্মকান্ডে স্বচ্ছতা আনতে আধিকারিকরা বিভিন্ন রকমের সরলীকরণ পন্থা অবলম্বন করে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য হজ কমিটি ব্যবস্থাপনায় ১৬ই মে থেকে হজের উড়ান আরব ভূমির উদ্দেশ্যে রওনা দেবে। সেই উপলক্ষে বাংলা সহ পার্শ্ববর্তী রাজ্যের হাজিরা, কলকাতা বিমানবন্দর থেকে তীর্থযাত্রায় অংশগ্রহণ করবেন। রাজ্য হজ কমিটির প্রধান কার্যালয় নিউটাউনে অবস্থিত মদিনাতুল হুজ্জাজে হাজী সাহেব এবং তাদের পরিবারের লোকজনের পরিষেবা প্রদানে সব রকমের বন্দোবস্ত করতে হজ কমিটি অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে।।
বলাবাহুল্য হাজী সাহেব এবং তাদের পরিবারের লোকজনকে সব রকমের পরিষেবার জন্য হজ হাউসের দশতলা বিল্ডিং এর পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায় বিশাল মাপের প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে হাজীদের পরিষেবা তাদের পরিবারের লোকজনের আরাম-আয়েশ ও খাদ্যাভ্যাসের সব রকমের সুবিধা রাখা হচ্ছে।। পাশাপাশি প্রত্যেক বছরের ন্যায় এবারও বিভিন্ন রকমের স্টল অবস্থান করবে হজ হাউসের নির্ধারিত স্থানে। বিগত দিনে স্টল পাওয়া নিয়ে ছোটখাটো সমস্যা দেখা দিলেও এ বছর আরো বেশি স্বচ্ছতা আনতে সকল এজেন্সিদের লটারির মাধ্যমে স্টল নির্ধারিত করা হয়। যারপরনাই এজেন্সি দের পক্ষ থেকে আগত ব্যবসায়ীরা আনন্দিত এবং খুশি। তাদের পক্ষ থেকে রাজ্য হজ কমিটির এই অভিনব উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।
হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোহাম্মদ নাকি বলেন হজ কমিটি প্রত্যেকটি কাজ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালনা এবং পরিষেবা দিতে বদ্ধপরিকর তাই আজকের চূড়ান্ত সিদ্ধান্ত সকলের সামনে নেওয়া হল। উপস্থিত রাজ্য হজ কমিটির অন্যতম সদস্য কুতুবুদ্দিন তরফদার আগত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। হজ কমিটির অন্যতম সদস্য বিধায়ক ফেরদৌসী বেগম উপস্থিত এজেন্সিদের সামনে হজের পরিষেবায় সব রকমের সুষ্ঠু পরিষেবা দেওয়ার আহবান রেখে ধন্যবাদ জ্ঞাপন করেন। আমন্ত্রিত সদস্য পীরজাদা হাজী এ কে এম ফারহাদ রাজ্য সরকারের প্রশংসার পাশাপাশি রাজ্য হজ কমিটির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এত সুন্দর পরিষেবায় অংশগ্রহণ করার জন্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র হজ অফিসার সৈয়দ ইকবাল নাইয়ার,আইয়ুব আলী, চন্দন বাবু, হাকিম বাবু, নূরুল ইসলাম, সাবির আলি মামুন ইসলাম প্রমুখ।