আজ থেকে শুরু হল সুন্দরবনে মধু সংগ্রহ কারী মহুলে দের পাশ দেওয়া

আজ থেকে শুরু হল সুন্দরবনে মধু সংগ্রহ কারী মহুলে দের পাশ দেওয়া

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলি বিট অফিসের পক্ষ থেকে আজ মধু সংগ্রহ কারী দের পাশ দেওয়া শুরু হলো। একই সঙ্গে যে সমস্ত পরিবার মৎস্য শিকারের সাথে যুক্ত আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে তাদের হাতে কুলতলি বিট অফিসের পক্ষ থেকে মৌমাছী পালনের মাধ্যমে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতে ফরেস্ট অফিসের এই মুহূর্তে প্রয়াস । যে ভাবে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত ও নিহত হচ্ছে, তার বিকল্প ব্যবস্থা গ্রহণ যাতে করেন ওই সমস্ত পরিবার তার জন্য এই মুহূর্তে পঁচিশ টি পরিবারের মহিলা সদস্যদের হাতে দুই টি করে মৌমাছীর বাক্স তুলে দিলেন ।

    মধু সংগ্রহ কারী মহুলে এক একটি দলে পাঁচ জন করে মধু সংগ্রহ কারীর মধ্যে এক জন মাঝি যে কেবল নৌকায় থাকেন বাকি লোকের এক জন গাছি যে গাছে উঠে চাক দেখবে ও মধু সংগ্রহ করেন যে পাত্রে মধু সংগ্রহ করে রাখা হয় তাকে বলে আড়ি । আর এই হাঁড়ি কিম্বা ভ্রাম নিয়ে যিনি থাকেন তার পিছনে একজন সদা সর্বদা লক্ষ রাখেন । গাছির জন্য পাহারা দেন এক জন্যও এক জন দায়িত্ব সহকারে পাহারা দিতে থাকেন । যাতে হিংস্র জন্তু জানোয়ার তাদের উপর আক্রমণ না করতে পারে । এই মহুলেরা । প্রথমে শুকনো বোকড়া পাতা ও তার উপর কাঁচা পাতা দিয়ে আগুন জ্বালিয়ে দিলে ধোয়া হতে থাকে আর এতে মৌমাছী উড়ে যায় পরে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ কারীরা মধু সংগ্রহ করে পাত্রে জমা করেন ।