|
---|
শেখ মোহাম্মদ ইমরান, নতুন গতি, মেদিনীপুর:- মেদিনীপুর রিজিয়ন ৬ এর ব্যবস্থাপনায় আজ এক স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এসবিআই মেদিনীপুর শাখা আয়োজিত এই শিবিরে কলিকাতা সুবিখ্যাত ডিসান হাসপাতালে সুদক্ষ টিম ডঃ এম এস রায়ের তত্ত্বাবধানে এই শিবির পরিচালিত হয়। ব্লাড সুগার, ব্লাড প্রেসার, কার্ডিওগ্রাফি সহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা গুলি করা হয় । এস বি আই পেনশনার ও সাধারণ কাস্টমার মিলিয়ে ৭৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় সুপারিশ করা হয়। অনুষ্ঠানে ডিসান হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিকিৎসা সংক্রান্ত নানা সুযোগ-সুবিধা ব্যক্ত করেন। এই শিবিরের উদ্বোধন করেন স্টেট ব্যাংকের রিজিওনাল ম্যানেজার ধীরজ কুমার ।
এছাড়াও অফিসার্স অ্যাসোসিয়েশনের জোনাল নেতৃত্ব শ্রী ইন্দ্রনীল পাইন, শ্রী পার্থ ঘোষ সহ রিজিওনাল সেক্রেটারি শ্রী অনিন্দ্য দাস উপস্থিত ছিলেন। এই ধরনের আরো শিবিরের আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। কাস্টমাররা
এই ধরণের কর্মসূচির জন্য কাস্টমাররা ভূয়সী প্রশংসা করেছেন।