রতুয়ায় পশ্চিমবঙ্গ সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প গুলো বাউল গানের মাধ্যমে প্রচার

রতুয়া, শেখ সাদ্দাম: যখন রাজ্যজুড়ে দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষীর ভান্ডার ও স্বাস্থ্য সাথী কার্ড করার জন্য হাজার হাজার মানুষ ভোররাত থেকে জমায়েত হচ্ছে ফর্ম বিতরণ কেন্দ্রের সামনে। ঠিক সেই সময় সুস্থ ও সঠিক ভাবে দুয়ারে সরকারে পশ্চিমবঙ্গ সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প গুলো বাউল গানের মাধ্যমে প্রচার রতুয়া প্রশাসনের উদ্যোগ এদিন রতুয়া ২ নং ব্লকের পরানপুর অঞ্চলের মির্জাপুর এন বি বিদ্যাপীঠ স্কুলে এ এই প্রচার চালানো হয়।

    উল্লেখ্য, যখন লক্ষীর ভান্ডার ও স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ফরম বিতরণ কেন্দ্র চলছে হয়রানি। অসুস্থ হচ্ছে অনেকেই ঠিক সেই সময় সুস্থভাবে দুয়ারে সরকার পরিচালনার জন্য রতুয়া ২ নং ব্লক প্রশাসনের উদ্যোগে এই লোকসংস্কৃতি বাউল গানের মাধ্যমে প্রচার করা হয়। যাতে সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সঠিক ভাবে লাভ নিতে পারে।

    উপস্থিত ছিলেন রতুয়া ২ নং ব্লকের বিডিও সোমনাথ মান্না ও পরানপুর অঞ্চলের প্রধান প্রতিনিধি