ফের রাজভবনের নির্দেশিকায় তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ‘বিশ্ববিদ্যালয়ের উপর থেকে আরও নিয়ন্ত্রণ কমল রাজ্য সরকারের’ রাজভবনের নির্দেশিকায় তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত।

     

    শনিবার রাজভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয় যেখানে বলা হয়েছে, আচার্যের পর বিশ্ববিদ্যালয়গুলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে উপাচার্যের হাতে। রাজ্য সরকার যেকোনও নির্দেশ দিতেই পারে। তবে সেই নির্দেশ মানতে বাধ্য নন উপাচার্য। সেদিন রাতেই আরেকটি নির্দেশ জারি করা হয় যেখানে বলা হয়েছে, উপাচার্যর অনুমতি ছাড়া বিশ্ববিদ‌্যালয়ের রেজিস্ট্রার বা কোনও আধিকারিক কোনও কাজ বা দায়িত্ব গ্রহণ করতে পারবেন না।

     

    তৃণমূলের বক্তব্য, বিজেপি নেতৃত্বের আরও কাছে পৌঁছতে ইচ্ছাকৃতভাবে রাজ্যপাল এসব করছেন