মা ক্যান্টিন প্রকল্পকে আরও ভালোভাবে বাস্তবায়িত করতে “খাদ্যছায়া” এর মধ্য দিয়ে সুষম আহার প্রদানের ভাবনা রাজ্য সরকারের

নিজস্ব সংবাদদাতা :রোগী ও তার আত্মীয় সহ সাধারনের মুখে স্বল্প মূল্যে ভালো সুষম খাবার তুলে দিতে রাজ্য সরকার চালু করেছিল মা ক্যান্টিন। ইতিমধ্যে এই পরিষেবার মধ্য দিয়ে রাজ্যের বহু মানুষ উপকৃত। এবার এই প্রকল্পকে আরও ভালোভাবে বাস্তবায়িত করতে “খাদ্যছায়া” এর মধ্য দিয়ে সুষম আহার প্রদানের ভাবনা রাজ্য সরকারের ।

    তারই ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ক্যান্টিন চালু করা হয় । এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগাড়া ১ নম্বর অঞ্চলের প্রধান কৃষ্ণ সরকার সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকগন।আজকের থেকেই শুরু হয়ে গেল রোগীদের খাবার দেওয়া। এই উদ্যেগে খুশী রোগীরাও।তারা জানালেন অনেক দুর থেকে রোগীর আত্মীয়দের খাবার নিয়ে আসতে প্রচণ্ড অসুবিধা হয়।আজকের পর থেকে আর সমস্যা হবে না বলে জানালেন তারা।