|
---|
বাইজিদ মন্ডল,নতুন গতি, ডায়মন্ড হারবার: মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত শিরাকোল অঞ্চলে শিরাকোল কর্মতীর্থের শুভ উদ্বোধন করলেন,দৈনন্দিন জীবনে চলার পথে সাধারণ বেকার যুবকদের মধ্যে এখন সমস্যায় পড়তে হয়,সেই সব সাধারণ বেকার যুবকদের জন্য সুবিধার্থে,রাজ্য সরকারের তহবিল থেকে ৩কোটি টাকা ব্যয়ে, পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু প্রতিমন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা মহাশয়এর উদ্যেগে এই কর্মতীর্থের শুভ উদ্বোধন করলেন I সাথে উপস্থিত ছিলেন মগরাহাট ১ নম্বর বিডিও বিশ্বজিত মন্ডল মহাশয় , মগরাহাট ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মিনুফা বেগম মহাশয়া , পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানোবেন্দ্র মন্ডল মহাশয় , জেলা পরিষদ সদস্য মুজিবর রহমান মোল্লা মহাশয় সহ অঞ্চলের অনান্য নেতৃবৃন্দ