|
---|
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীর সমর্থনে এলাকায় জোরকদমে প্রচার সারলেন ছাত্রপরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ। সংযুক্ত মোর্চার তরফে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস কমিটির সভাপতি (গ্রামীণ) আইনজীবী অমিত মজুমদারকে। তারই সমর্থনে আজ বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন সিপি-র রাজ্য সভাপতি। সাড়াও পেলেন দারুন। সৌরভ প্রসাদকে এক ঝলক দেখার অপেক্ষায় রাস্তার মোড়ে মোড়ে ভীড় জমান সাধারণ মানুষ। পায়ে হেঁটে এলাকা চষেন সৌরভবাবু। তাঁর গায়ে ফুল ছিটিয়ে স্বাগত জানান রাস্তার দু’ধারে ভীড় জমানো মানুষেরা। অনেকে আবার তাঁর গলায় পরিয়ে দেন ফুলের মালা।
বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে এলাকার মানুষের ব্যাপক সাড়া ও ভালোবাসায় আপ্লুত হন সৌরভ প্রসাদ। ভোট প্রচারে তাঁর সঙ্গে ছিলেন রাজ্য ছাত্র পরিষদের সোশ্যাল মিডিয়া বিভাগের চেয়ারম্যান ফারুক আহমেদ, উত্তর ২৪ পরগণা জেলা ছাত্র পরিষদের সহ-সভাপতি পাপাই ঘোষ প্রমুখ। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপি-র রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ বলেন, “এলাকার মানুষের অভাবনীয় সাড়া, সহযোগিতা ও ভালবাসায় আমি আপ্লুত। ভোটারদের এই উদ্দীপনাই বলে দিচ্ছে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ জোড়াফুল বা পদ্মফুল চান না, তারা সংযুক্ত মোর্চার প্রার্থীকেই চান।
উল্লেখ্য, সৌরভ প্রসাদ বাংলার বর্তমান রাজনীতিতে এক উল্লেখযোগ্য নাম। ছাত্রপরিষদের রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই রাজ্যের ছাত্র-যুবদের স্বার্থে বারবার রাজপথে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে বেকারদের কর্মসংস্থানের দাবিতে অগণিত আন্দোলন-কর্মসূচিতে তাঁর জুড়ি মেলা ভার। নানান মহতী কর্মকাণ্ডের জন্য তিনি আজ বাংলার ছাত্র-যুবক- বেকারদের কাছে ‘উজ্জ্বল তারকা’। নিজের সংগঠনের বাইরেও দল-মত নির্বিশেষে তাঁর ভক্তবৃন্দ ছড়িয়ে আছে গোটা রাজ্যে। ফলে এমন এক গ্রহণযোগ্য মুখকে ভোট প্রচারের কাজে লাগানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।