স্কুল পাঠ্যসূচিতে নেতাজির উদ্যোগকে অন্তর্ভুক্তর সুপারিশ রাজ্যের

নতুন গতি নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকার, সিঙ্গাপুরে গিয়ে স্বাধীন ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য নেতাজি সুভাষ চন্দ্র বসুর উদ্যোগকে স্কুল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য সিলেবাস কমিটির কাছে সুপারিশ করবে, সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান।

    উপলব্ধ রেকর্ড অনুসারে, তিনি বিদেশী শাসন থেকে মুক্ত স্বাধীন ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং তার ভারতীয় জাতীয় সেনাবাহিনীকে শক্তিশালী করতে ১৯৪৩ সালের জুলাই মাসে সিঙ্গাপুরে গিয়েছিলেন। এ বছর জাতীয়তাবাদী নেতার ১২৫তম জন্মবার্ষিকী।

    তিনি বলেন, “হ্যাঁ, সরকার ১৯৪৩ সালে নেতাজিকে কেন্দ্র করে আবর্তিত ঘটনাগুলি অন্তর্ভুক্ত করার জন্য সিলেবাস কমিটির কাছে সুপারিশ করবে।”

    তিনি আরো জানান, এটি হবে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সিঙ্গাপুরে নেতাজির মিশনকে স্বীকৃতি দেওয়ার প্রথম পদক্ষেপ।