|
---|
শেখ সাদ্দাম, রতুয়া, ২৫ আগস্ট: বেহাল রাজ্য সড়ক সংস্কারের দাবীতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের মালদা জেলার রতুয়া তারাশাহা মোরে রতুয়া মানিকচক সড়কে পথ অবরোধ স্থানীয়দের অবরোধের জেরে প্রায় এক ঘন্টা রতুয়া মানিকচক সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের রাজ্য সড়ক আটকে পড়ে অ্যাম্বুলেন্স সহ পুলিশ ভ্যান পরে প্রশাসন রাস্তা সংস্কারের আশ্বাস দিলে, অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
রতুয়া তারাশহর মোর থেকে রতুয়া ব্লক অফিস গেট অবধি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় দীর্ঘদিন এই রাজ্য সড়কটি চলাচলের অযোগ্য হয়ে রয়েছে রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে যাওয়ায়, বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তা। স্থানীয় মানুষরা দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের দাবী জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি।
কিন্তু, এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সড়ক সংস্কারের উদ্যোগ নেয়নি প্রাশাশন এরপর বর্ষা হলে নিত্যদিন ছোট-বড় দুর্ঘটনার লেগেই থাকে বলেই স্থানীয়দের অভিযোগ বুধবার রাজ্য সড়ক অবরোধ করেন এলাকার বাসিন্দারা। শেষ পর্যন্ত প্রাশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অবিলম্বে সড়ক সংস্কারের উদ্যোগ না নিলে, লাগাতার অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা।
অভিযোগকারী স্থানীয় বাসিন্দা ওসমান গনি বলেন রাস্তায় দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থায় দেখে আসছি প্রশাসন থেকে শুরু করে রাজনীতিক ব্যক্তি কেউ রাস্তার সারাই উদ্যোগ নিচ্ছে না নিত্যদিন ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকে তাই বাধ্য হয়ে আজকে আমরা পথ অবরোধের রাস্তা নিয়েছে।
রতুয়া ১নং ব্লকের বিডিও রাকেশ টোপ্পো জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে খুব তারাতারি সড়ক সংস্কার করা হবে।